অভিমান – মানুষ হিসেবে আমরা সবাই কখনো না কখনো এই অনুভূতির স্বাদ পেয়েছি। ছোটখাটো ঝামেলা থেকে শুরু করে গভীর আঘাত, সবকিছুই আমাদের মনে অভিমান জাগাতে পারে। এই অভিমানকে কখনো কখনো শব্দে প্রকাশ করতে চাই, কিন্তু সঠিক কথাগুলো খুঁজে পাওয়া যায় না। এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য তৈরি করেছি অভিমানের বিভিন্ন রঙের বর্ণনা। ছোট্ট একটি ক্যাপশন থেকে শুরু করে মনের গভীর থেকে উঠে আসা উক্তি, সবই এখানে পাবেন। আশা করি এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হবে।
অভিমান নিয়ে ক্যাপশন

১
অভিমানের রংটা কেমন জানি? কখনো কালো, কখনো লাল, আবার কখনো শুধুই খালি।
২
চুপ করে থাকাটা সবসময়ই ভালো হয় না, কিন্তু অভিমানে চুপ থাকাটা সবচেয়ে কষ্টদায়ক।
৩
কিছু কথা বলা হয় না, কারণ কথা বললে আরো বেশি কষ্ট পেতে হয়।
৪
অভিমানের চোখে পৃথিবীটা অন্যরকম দেখায়।
৫
একটা ছোট্ট অবহেলা, আর মনটা হয়ে যায় পাথর।
৬
চাইলেই ভুলে যেতে পারি না, যখন মনে হয় আমাকে কেউ বুঝে না।
৭
অভিমানের পিছনে কতগুলো অশ্রু লুকিয়ে থাকে।
৮
একটা মিষ্টি কথা, আর মনটা হয়ে যায় ফুল।
৯
অভিমানের দাগ সহজে মুছে যায় না।
১০
মনটা কাঁদতে চায়, কিন্তু চোখ দিয়ে আর অশ্রু নামে না।
১১
কখনো কখনো মনে হয়, আমিই হয়তো বেশি আশা করে ফেলি।
১২
অভিমানের পিছনে অনেক সময় একটা বড় অভিমান লুকিয়ে থাকে।
১৩
একটা হাসি, আর মনটা হয়ে যায় আকাশ।
১৪
কথা না বললেই বা বুঝতে পারবে না কতটা কষ্ট পেয়েছি?
১৫
অভিমানের বোঝা অনেক ভারী।
১৬
কখনো কখনো মনে হয়, আমিই হয়তো বেশি সংবেদনশীল।
১৭
অভিমানের পিছনে অনেক সময় একটা ছোট্ট ভুল লুকিয়ে থাকে।
১৮
একটা আলিঙ্গন, আর মনটা হয়ে যায় শান্ত।
১৯
কথা না বলেই বা বুঝতে পারবে না কতটা ভালোবাসি?
২০
অভিমানের দাগ মুছে ফেলতে চাই, কিন্তু পারি না।
২১
কখনো কখনো মনে হয়, আমিই হয়তো বেশি একা।
২২
অভিমানের পিছনে অনেক সময় একটা বড় আশা লুকিয়ে থাকে।
২৩
একটা মিষ্টি হাসি, আর মনটা হয়ে যায় আলোকিত।
২৪
কথা না বললেই বা বুঝতে পারবে না কতটা মিস করি?
২৫
অভিমানের বোঝা কাঁধে চাপা দিয়ে কতদূর যাব?
২৬
কখনো কখনো মনে হয়, আমিই হয়তো বেশি ভালোবাসি।
২৭
অভিমানের পিছনে অনেক সময় একটা বড় স্বপ্ন লুকিয়ে থাকে।
২৮
একটা স্পর্শ, আর মনটা হয়ে যায় স্বর্গ।
২৯
কথা না বললেই বা বুঝতে পারবে না কতটা প্রয়োজন?
৩০
অভিমানের বোঝা থেকে মুক্তি পেতে চাই।
অভিমান নিয়ে স্ট্যাটাস
১
তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে..! তবে মনে রেখো, তার চেয়ে বেশী কেউ তোমাকে ভালোবাসে না!
২
রাগ সময়ের সাথে কমে,, কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে।
৩
মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায়, শুধু থেকে যায় কিছু অভিমান!
৪
অভিমান করা ভালো… তবে অভিনয় করা ভালো নয়!
৫
রাগ আর অভিমান দুটি আলাদা জিনিস! রাগ সবার সাথে করা যায়, কিন্তু অভিমান সবার সাথে করা যায় না।
৬
মেঘ না থাকলে যেমন বৃষ্টি হয় না, তেমনিভাবে ভালোবাসা না থাকলে অভিমান করা যায় না!
৭
যার কাছে তোমার অভিমানের কোন মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানই নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও!
৮
আমরা যাদের ভালোবাসি; তাদের প্রতি ইগো কাজ করে না, কাজ করে অভিমান।
৯
জীবনে এমন একজন মানুষ খুব দরকার! যার উপর হাজার অভিমান করলেও… সে আমার অভিমান ভাঙাতে কখনো ক্লান্ত হবে না।
১০
একটা সম্পর্কে ছোটখাটো অভিমান থাকবে!! না হলে সম্পর্কটা মধুর হয় না।
১১
অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে, সে নির্লজ্জ নয়! আসলে তার কাছে সম্পর্কের মূল্যটা সবচেয়ে বেশী।
১২
রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়..!! তাহলে ভালোবাসার সম্পর্ক গুলি টিকে থাকে।
১৩
কোন অভিযোগ নেই আর কখনো থাকবে না!আছে কিছু অভিমান, যা কোনদিন বলবো না।
১৪
আমি যতোই অভিমান করি না কেন, তোমার ছোঁয়া পেলে সব হারিয়ে যায়!
১৫
যেখানে অধিকার অস্তিত্বহীন, সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর!
১৬
যে অভিমান ভাঙাতে পারে না, সে ভালোবাসতেও জানে না!
১৭
এতো রাগ অভিমান দিয়ে কি হবে! কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ।
১৮
কিছু না, কথাটার মধ্যে এক সমান সমুদ্র অভিমান লুকিয়ে থাকে!
১৯
রাগ অভিমান করা ছেড়ে দিয়েছি! কারণ আমার রাগ অভিমান ভাঙ্গানোর মতো কেউ নেই।
২০
অভিমান যে ভাঙতে পারে, সে সম্পর্কে মূল্য দিতে পারে!
২১
শত অভিমান করার পরেও মানিয়ে নেওয়াটাই হলো ভালোবাসা!
২২
যে অভিমান বোঝে না, তার কাছে অভিযোগ করাটা অর্থহীন!
২৩
অভিমান খুব বাজে একটা শব্দ! পাশাপাশি থেকেও বাড়িয়ে দেয় লক্ষ কোটি মাইলের দূরত্ব।
২৪
রাগ সবার উপরে দেখানো যায়..!! কিন্তু অভিমান হয় নিজের লোকের উপর।
২৫
যার অনুভূতি বেশি, তার অভিমানও বেশি!!! আর বেশীরভাগ অভিমানী লোকরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে।
২৬
রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে, আর অভিমানের জন্ম হয় অধিকারবোধ থেকে!
২৭
অভিমান খুব বাজে একটা রোগ!! না দেয় ভালো থাকতে, না দেয় ভালো রাখতে।
২৮
সেটাই সম্পর্ক! যেখানে মান অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না।
২৯
নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, না বুঝলে দূরত্ব বাড়ে!
৩০
রাগ অভিমান তখনই করো,, যখন রাগ অভিমান ভাঙানোর মতো মানুষটা থাকে!
অভিমান নিয়ে উক্তি
১
অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে, তবে অভিমান ভাঙ্গানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে।
— অস্কার ওয়াইল্ড২
কেউ কারো সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিলো, কিন্তু সেটা কখনোই ভাঙল না; মানে সেটা এখন আর রাগ নয়, অভিমান। রাগ করে বেশিক্ষণ থাকা যায় না কিন্তু অভিমান করে আজীবন কাটিয়ে দেওয়া যায়। তবে মানুষ অভিমান তার উপরই করে যাকে সে প্রচন্ডভাবে ভালোবাসে।
– রেদোয়ান মাসুদ৩
নীরবতারও ভাষা আছে, এটা শুধু খুব কাছের কেউই বুঝতে পারে।
– সংগ্রহীত৪
অভিমান খুব মূল্যবান একটি জিনিস ।সবার ওপর তা করা যায় না ; যাকে মানুষ ভালোবাসে তার প্রতিই সে অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটিই পারে তার সেই অভিমান ভাঙাতে।
– সংগ্রহীত৫
ভালোবাসা যখন শেষ হয়ে যায় তার সাথে সাথে শেষ হয় অভিযোগ ও সকল অভিমানের; শুধু বেঁচে থাকে ভালোবাসার মানুষটির জন্য শুভ কামনা।
– সংগ্রহীত৬
ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলা, রাগ ও অভিমান এক সময় একটি সম্পর্কের মাঝে বড় ধরনের দেয়াল তৈরি করে ফেলে। একটি ইটের দেয়াল হয়তো যেকোন সময় ভেঙ্গে ফেলা যায় কিন্তু মনের মাঝে দেয়াল তৈরি হলে সেই দেয়াল সহজে আর ভাঙা যায় না বা ভাঙা হয়ে ওঠে না।
– রেদোয়ান মাসুদ৭
কাচ কতটা অভিমানী আয়না না ভাঙ্গলে বোঝা যায় না।
— হুমায়ুন আহমেদ৮
তার অভিমান শুরু হলো এবং সে মুহূর্তেই বেখবর হয়ে চলে গেল।
— আলেক্সান্ডার উলকট৯
যে মানুষ অভিমানের মূল্য ও মর্যাদা দেয় না সে প্রকৃত প্রেমিক নয়।
– সংগ্রহীত১০
অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ-অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না।
— রবীন্দ্রনাথ ঠাকুর১১
অভিমান হলো এমন এক প্রতিশোধ যার জন্য কোনো হাতিয়ার লাগে না শুধু মুখটি বন্ধ রাখলেই হয়।
– রেদোয়ান মাসুদ১২
ভালোবাসায় অভিমান আছে বলেই তো প্রেমের স্বাদ এত মিষ্টি মধুর।
– সংগ্রহীত১৩
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?
— রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্১৪
অভিমান হল ভালোবাসার একটি আবেগি বহিঃপ্রকাশ।
– সংগ্রহীত১৫
যার অনুভূতি বেশি তার অভিমানও বেশি। আর বেশির ভাগ অভিমানী লোকরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে।
— রুপ দত্ত১৬
রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হবে; তাহলেই যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।
– সংগ্রহীত১৭
অভিমান বড়ই আদুরে; সে রাগ আর ক্রোধের মতন অনুভূতিহীন নয়।
– সংগ্রহীত১৮
রাগের সর্বোত্তম উত্তর হল নীরবতা।
– পাওলো কোয়েলহো১৯
যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয়” যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়।
– সংগ্রহীত২০
রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে। অভিমানের জন্ম হয় অধিকারবোধ থেকে।
উপসংহার
আশাকরি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা অভিমান নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। অভিমান মানুষের মনের একটি স্বাভাবিক অনুভূতি। এই নিবন্ধে আমরা অভিমানের বিভিন্ন রঙের বর্ণনা দিতে চেষ্টা করেছি। ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি – সব মিলিয়ে অভিমানের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছি। অভিমানকে দীর্ঘদিন মনে রাখা ক্ষতিকর। মন খুলে কথা বলাই হলো সব সমস্যার সমাধান। আশা করি এই আর্টিকেলটি আপনাদের অভিমানকে বুঝতে এবং মোকাবেলা করতে সাহায্য করবে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন I ধন্যবাদ।